সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইমরানকে 'কুত্তার মতো'পেটানোর হুমকি ছাত্রলীগ নেতার।

ইমরান সরকারকে 'কুত্তার মতো' পেটানোর হুমকি ছাত্রলীগের নেতার:

হেফাজতে ইসলামের দাবি মেনে সুপ্রিমকোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতারা।
গত রাতে আওয়ামীলীগের ছাত্র সংগঠনটির মিছিল থেকে শাহবাগে ইমরান সরকারকে অবাঞ্ছিতও ঘোষণা করা হয় শাহবাগে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন,এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে ইমরান এইচ সরকার ও সনাতনকে (সংস্কৃতিকর্মী)যেখানেই দেখা হবে,সেখানে কুত্তার মতো পেটানো হবে।
খবর বিডি নিউজের।
তিন বছর আগে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিএনপির 'বড় নেতাদের নেড়ি কুত্তার মতো' পেটানোর হুমকি দিয়ে সমালোচনায় পড়েছিলেন।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ছাত্রলীগেরই রংপুর মেডিক্যাল কলেজ শাখার আহবায়ক কমিটির সদস্য ছিলেন।পরে তিনি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ে যুক্ত ছিলেন।তিনি শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদের জানাতা।
ধন্যবাদ সবাইকে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"পাওয়ার ব্যাংক"কেনার আগে দেখে নিবেন --

"পাওয়ার ব্যাংক "কেনার আগে দেখে নিবেন : এ মুহূর্তে অন্যতম গুরুত্বপূণ গেজেট পাওয়ার ব্যাংক।কারন এখন যে পরিমাণে মোবাইল ফোন ব্যবহার হয় সে তুলনায় প্রযুক্তিগতভাবে ব্যাটারি ততটা উন্নত হয়নি। তাই একটু বেশী ব্যাহার হলে লো ব্যাটারি সাইন দেখতে অভ্যস্ত হয়ে গেছি।এ অবস্তা থেকে মুক্তি দেয় পাওয়ার ব্যাংক। এখন প্রশ্ন, বাজারে এত পাওয়ার ব্যাংক থাকতে কোনটা কিনবেন বা কি দেখে কিনবেন? পাওয়ার ব্যাংক কেনার আগে যে সব বিষয় মাথায় রাখবেন: (১) ক্যাপাসিটি: পাওয়ার ব্যাংক কেনার আগে এ বিষয়টা সব থেকে বেশী বিবেচনা করতে হয়। আপনার ফোন বা ডিভাইসের ব্যাটারির ক্যাপাসিটি যতটা হবে অন্তত তার দ্বিগুণ হতেই হবে। (২) মাল্ট্রিপল চাজিং স্লট:এক সঙ্গে যাতে একাধিক ডিভাইস চার্জ করতে পারবেন। দ্বিতীয়,যদি কোন কারনে একটি স্লট  খারাপ হয়ে যায়,তা হলে দ্বিতীয়টি ব্যবহার করতে পারবেন।২ বা ৩টি স্লট বিশিষ্ট পাওয়ার ব্যাংকের দামও বেশী হয়। (৩) লিথিয়াম পলিমার: কেনার আগে অবশ্যই এটা দেখুন, পাওয়ার ব্যাংকে কোন ব্যাটারি ব্যবহৃত হয়েছে।দুই ধরনের ব্যাটারি হয়ে থাকে, লিথিয়ামআয়ন এবং লিথিয়াম পলিমার। পলিমারের দাম একটু বেশী হলেও ডিভাইসের জন...

ভাস্কর্য পুনঃস্থাপন করায় হতাশ হেফাজত।

গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করাকে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।তিনি বলেন,থেমিসের এই প্রতীককে চিরতরে পরিত্যাগ করতে হবে।জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্থাপিত এই ভাস্কর্য দেশের কোথাও স্থান দেওয়া যাবে না।গত রোববার পাঠানো এক বিবৃতিতে শাহ আহমদ শফী এসব কথা বলেন।ভাস্কর্য পুনঃস্থাপনের বিরোধিতা করে হেফাজতে ইসলামের আমির আরও বলেন,'এটা সুপ্রিম কোর্টের সামনে থাকবে নাকি পেছনে থাকবে, এটা কোনো ইস্যু কখনো ছিল না।নামাজের সময় কালো কাপড় মুড়ে দেওয়া হবে কি হবে না;এইটাও ইস্যু ছিল না।ইস্যু ছিল থেমিস থাকবে কি থাকবে না।এইখানে মধ্যপন্থা নেওয়ার কোনো সুযোগ নেই।আহমদ শফী তাঁর হতাশার কথা উল্লেখ করে বলেন,ভাস্কর্যটি অপসারিত হয়েছে জেনে শুকরিয়া জ্ঞাপন করেছিলেন।কিন্তু মাত্র দুদিনের মাথায় যখন দেশবাসী রহমত,বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজানকে স্বাগত জানাতে প্রস্তিতি নিচ্ছিল, তখনই দেশবাসী সঙ্গে আমিও জানতে পারলাম এটা পুনঃস্থাপন করা হয়েছে।এমন সংবাদে সমগ্র দেশবাসী সঙ্গে আমরা বিস্মিত,হতবাক এবং বাকরুদ্ধ।' হেফাজতে ইসলামের আমির মনে করেন,ক...

ইফতারিতে ভেজাল মেশালে ব্যবস্থা:

ইফতারিতে ভেজাল মেশালে ব্যবস্থা: ইফতারিতে ভেজাল মেশালে ও বাসি খাদ্যপণ্য বিক্রি করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত রোববার বিকেলে পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারি বাজার পরিদর্শন শেষে এ কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।বাজার পরিদর্শন শেষে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন,চকবাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির বাজার।যুগের পর যুগ এই বাজার ইফতারির জন্য বিখ্যাত।ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এই বাজারে ইফতারি কিনতে আসেন।রোজাদার ব্যক্তিদের মানসম্মত ইফতারি পরিবেশন করা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল,২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির,২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন,২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান। সবাইকে ধন্যবাদ। Subscriber: "http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA/subscriber http://suraharecipes.blogspot.com http://surahahealthcare.blogspot.com http://surahabollywoodnews.blogspot.com http:...