সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রাজধানীর কারওয়ান বাজার

রাজধানীর কারওয়ান বাজার: দেশের বিভিন্ন জায়গা থেকে রাতে রাজধানীর কারওয়ান বাজারে ট্রাক ভরে অন্যান্য শাকসবজির মতো কুমরাও আসে।সেখানে থেকে খুচরা ব্যবসায়ীরা পাইকারি দামে এই কুমড়া কিনে বিভিন্ন বাজারে বিক্রি করেন। http://plus.google.com/+surahanews http://Facebook.com/youtube http://facebook.com/mostak.faisal http://twitter.com/faisalmostak http://pinterest.com/faisalhossain20 http://surahanews.blogspot.com  http://suraharecipes.blogspot.com http://surahahealthcare.blogspot.com http://surahabollywoodnews.blogspot.com   http://www.linkedin.com/in/faisal-mostak-36239469 ধন্যবাদ সবাইকে

বিশ্বজুড়ে সাইবার হামলা(worldwide attack cyber)

বিশ্বজুড়ে সাইবার হামলা (worldwide allack cyber) বিশ্বব্যাপী বেশ কিছু সংখ্যক প্রতিষ্ঠানে ব্যাপক সাইবার হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলো কম্পিউটার সিস্টেমকেলক করে রাখে এমন ধরনের একটি সুপরিচিত প্রোগ্রামের স্ক্রিনশট অনলাইনে পোস্ট করেছে।এতে ডিজিটাল মুদ্রা বিটকয়েন পরিশোধের দাবি জানানো হয়েছে। খবর বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্য,যুক্তরারাষ্ট্র,চীন,রাশিয়া,স্পেন,ইতালি,ভিয়েতনাম,তাইওয়ান ও অন্যান্য কয়েকটি দেশে সাইবার হামলার খবর পাওয়া গেছে।তবে এটা নিশ্চিত হওয়া যায়নি সব আক্রমণের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলড সার্ভিসও(এনএইচএস) এই গামলার শিকার হয়েছে।এনএইচএস কর্মচারীরা WannaCry প্রোগ্রামের স্ক্রিনশট পোস্ট করেছেন।এছাড়া ইউরোপের মধ্যে স্পেনের কিছু সংখ্যক প্রতিষ্ঠানেও র‍্যান্সমওয়্যার হামলার ঘটনা ঘটেছে।উউল্লেখ, র‍্যান্সমওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার বা ক্ষতিকর ভাইরাস।আক্রান্ত ডিভাইটির নিয়ন্ত্রণ চলে যায় সাইবার অপরাধীদের হাতে।চাহিদামাফিক ক্ষতিপূরণ দিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ ফিরে পেতে হয়। http://www.youtube.com/channel/UXUFf41GU0_eRKZo_qcXCoiA http://www.Faceb

পবিত্র শবে শবেবরাত (২০১৭/০৫/১১)

২০১৭/০৫/১১ তারিখ আজ দিবাগত রাত পবিত্র শবে-বরাত।পবিত্র এই রাতে মহানবী (সা.) মেরাজ গমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেন এবং পাচঁ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন হযরত মুহম্মদ (সা.)এর নবুওয়ত লাভের দশম বছর অর্থাৎ ৬২০ খ্রিস্টাব্দে ২৬ রজব দিনগত রাতে তিনি মেরাজ গমনের সুযোগ লাভ করেন। হিজরি ২৬ রজব দিবাগত রাত শবে মেরাজ উদযাপন করেন।ফার্সি ভাষায় শব এর অর্থ হচ্ছে রাত আর আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি বা ঊধর্বারেহন।অর্থাৎ রাতে ঊধর্ব জগতে আরোহন।ইসলামে এই রাতকে বিশেষ ইবাদত-বন্দেগি ও দোয়া কবুলের পবিত্র রাত হিসাবে গন্য করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওত, জিকির-আজকার এবং কবরস্থানে গিয়ে জিয়ারতের মধ্য দিয়ে রাতটি কাটাবেন।অনেকে নফল রোজাও রাখেন।দা-সদকাও করেন। শরীয়তের পরিভাষায়, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে 'হিসরা' এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে  আরশে আজিম সফরকে 'মেরাজ' বলা হয়। ধন্যবাদ সবাইকে।

লভ্যাংশ বেড়েছে টুইটারের

লভ্যাংশ বেড়েছে টুইটারের: লভ্যাংশ ও ব্যবহারকারী দুটিই বেড়েছে টুইটারের।প্রায় এক বছর পর সর্বোচ্চ পরিমাণ সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির।এছাড়া প্রত্যাশার চেয়ে বেড়েছে প্রান্তিকের লভ্যাংশও।মাইক্রোব্লগিং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়,বছরের প্রথম প্রান্তিকে মাসে গড়ে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬ শতাংশ বেড়ে ৩২ কোটি ৮০ লাখে পৌছছে।মাসে টুইটারে সক্রিয় ব্যবহারকারী গড়ে ৩২ কোটি ১৩ লাখ। ধন্যবাদ সবাইকে।

"পাওয়ার ব্যাংক"কেনার আগে দেখে নিবেন --

"পাওয়ার ব্যাংক "কেনার আগে দেখে নিবেন : এ মুহূর্তে অন্যতম গুরুত্বপূণ গেজেট পাওয়ার ব্যাংক।কারন এখন যে পরিমাণে মোবাইল ফোন ব্যবহার হয় সে তুলনায় প্রযুক্তিগতভাবে ব্যাটারি ততটা উন্নত হয়নি। তাই একটু বেশী ব্যাহার হলে লো ব্যাটারি সাইন দেখতে অভ্যস্ত হয়ে গেছি।এ অবস্তা থেকে মুক্তি দেয় পাওয়ার ব্যাংক। এখন প্রশ্ন, বাজারে এত পাওয়ার ব্যাংক থাকতে কোনটা কিনবেন বা কি দেখে কিনবেন? পাওয়ার ব্যাংক কেনার আগে যে সব বিষয় মাথায় রাখবেন: (১) ক্যাপাসিটি: পাওয়ার ব্যাংক কেনার আগে এ বিষয়টা সব থেকে বেশী বিবেচনা করতে হয়। আপনার ফোন বা ডিভাইসের ব্যাটারির ক্যাপাসিটি যতটা হবে অন্তত তার দ্বিগুণ হতেই হবে। (২) মাল্ট্রিপল চাজিং স্লট:এক সঙ্গে যাতে একাধিক ডিভাইস চার্জ করতে পারবেন। দ্বিতীয়,যদি কোন কারনে একটি স্লট  খারাপ হয়ে যায়,তা হলে দ্বিতীয়টি ব্যবহার করতে পারবেন।২ বা ৩টি স্লট বিশিষ্ট পাওয়ার ব্যাংকের দামও বেশী হয়। (৩) লিথিয়াম পলিমার: কেনার আগে অবশ্যই এটা দেখুন, পাওয়ার ব্যাংকে কোন ব্যাটারি ব্যবহৃত হয়েছে।দুই ধরনের ব্যাটারি হয়ে থাকে, লিথিয়ামআয়ন এবং লিথিয়াম পলিমার। পলিমারের দাম একটু বেশী হলেও ডিভাইসের জন

সোনার দাম কমলো।

দুই মাস পর সোনার দাম কমলো: দুই মাসের ব্যবধানে এবার কমলো সোনার দাম।আজ সোমবার ২০১৭/০৫/০৬) থেকে ভরিপ্রতি ৮১৬ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্তু কমেছে অলংকার তৈরীতে সবচেয়ে বেশী ব্যবহৃত এ ধাতুর দাম।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পকে জানিয়েছে।আন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে,সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৫ হাজার ৮৯৮ টাকা ধরে। গত ৯ ফেব্রুয়ারি থেকে গতকাল রবিবার পর্যন্ত এ মানের সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমেছে।আজ সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভতিপ্রতি বিক্রি হবে ৪৩ হাজার ৫৮৭ টাকা ধরে।গতকাল পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার বিক্রি মূল্য ছিল ৪৪ হাজার ৯৬৫ টাকা।এ মানের সোনায় ভরিপ্রতি এক হাজার ১০৮ টাকা কমেছে। আর ১৮ ক্যারেটের সোনা ৮১৭ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দার্ড়িয়েছে ৩৮ হাজার ৬৬৬ টাকা।গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৩৯ হাজার ৪৮৩ টাকা।আর সনাতন পদ্ধতি

মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : সমুদ্রের বিশলতা মানুষকে মুগ্ধ করে,কাছে টানে।কক্সবাজারে গিয়ে সমুদ্রের হাতছানি উপেক্ষা করতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।গতকাল শনিবার ৬ মে ২০১৭ দুপুরে ইনানীতে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করেন তিনি।অনুষ্ঠান শেষে সদলবলে নেমে পড়েন সৈকতে।প্রায় ১৫ মিনিট সৈকতে কাটান।এরই ফাকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ধন্যবাদ সবাইকে।