সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গুরুত্বপূর্ণ ৪ ঘোষণা গুগুল ডেভেলপার সম্মেলনে ২০১৭.

গুগুত্বপূর্ণ ৪ ঘোষণা গুগুল ডেভেলপার সম্মেলনে ২০১৭:
গুগল আইও সম্মেলনের প্রথম দিনেই বিভিন্ন ঘোষণা দেন গুগুলের নির্বাহীরা।গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা এখানে তুলে ধরা হলো:
(১) আসছে অ্যান্ড্রয়েড ও---

'ও'দিয়ে কি বোঝানো চেয়েছে,তা এখনো পরিস্কার করেনি।তবে গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 'ও'এ বছরই বাজারে ছাড়া হবে।এখন এটি পরীক্ষামূলক বা বেটা সংস্কারণে আছে।
(২) বিশেষ লেন্স:
একটি ফুল দেখলেন,সেটার দিকে ক্যামেরা তাক করলেন।সঙ্গে সঙ্গে জেনে যাবেন ফুলের নাম।এই সম্মেলনের প্রথম দিনে গুগল বিশেষ এক লেন্স ছেড়েছে, ক্যামেরায় তা ব্যবহার করলে এ সুবে ধা পাওয়া যাবে। মূলত ছবির বিষয়বস্তু, স্থানের তথ্য দেবে লেন্সটি।
(৩) কম দামের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড গো:
সম্মেলনে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড গো আনার ঘোষণা দেওয়া হয়।সস্তা স্মর্টফোনের জন্য এই অপরেটিং সিস্টেম।মূলত উন্নয়নশীল দেশগুলোতে অব্যবহৃত পুরানো মডেলের স্মার্টফোনকে কেন্দ্র করে এই অপরেটিং সিস্টেম বানানো হচ্ছে।
(৪) আইফোনেও গুগল অ্যাসিস্ট্যান্ট:

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ও কন্ঠনিয়ন্ত্রিত গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে অ্যাপলের আইফোনেও। এর মাধ্যমে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরির সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে গুগল।
ধন্যবাদ সবাইকে।
http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA/videos
http://linkedin.com/in/faisal-mostak-36239469
http://twitter.com/faisalmostak
http://pinterest.com/faisalhossain20
http://plus.google.com/+surahanews
http://plus.google.com/u/0/
http://facebook.com/mytube
http://facebook.com/mostak.faisal
http://facebook.com/surahanews
http://surahabollywoodnews.blogspot.com
http://surahahealthcare.blogspot.com
http://suraharecipes.blogspot.com



 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পটকা মাছের বিষাক্ততা সম্পর্কে বিজ্ঞপ্তি ;

পটকা মাছের বিষাক্ততা সম্পর্কে বিজ্ঞপ্তি: পটকা মাছের বিষাক্ততা স্থান, সময় ও প্রজাতি ভেদে ভিন্নতর হয়।সামুদ্রিক পটকা মাছের বিষ TTX(Tetrodotoxin)নামে পরিচিত। মিঠাপানির পটকার বিষ paralytic shellfish poison (PSP)নামে পরিচিত। পটকা মাছে সারা বছর একই মাত্রায় বিষ থাকে না। তাই অপেক্ষাকৃত সময়ে পটকা মাছ খেয়ে কারো কোনরুপ দূঘটনা না ঘটে থাকলে অজ্ঞাতাবশত: অধিক বিষধারণকৃত সময়ে পটকা খেয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।পটকা মাছের ডিম্বাশয়,চর্ম ও যকৃতে বিষের মাত্রা সর্বাদিক।মাংশপেশীতেও কম বেশী বিষ থাকে।বর্ষাকালে পটকা মাছ অধিকতর বিষাক্তা হয়।আমাদের মিটাপানিতে ২ প্রকার পটকা আছে।উভয় পটকা সারাবছরই কন বেশী বিষাক্ত।অধিকাংশ সামুদ্রিক পটকাতেও বিষ থাকে।মিঠা পানির পটকার বিষ (PSP) সামুদ্রিক পটকার বিষের (TTX)চেয়ে অধিক ত্রুিয়াশীল ও ক্ষতিকর।অনেকের ধারণা পটকা মাছ রান্না করলে এর বিষ থাকে না।এটা সম্পুর্ণ ভ্রান্ত ধারণা।রান্নার পরও এদের বিষ থাকে।পটকা মাছ খেয়ে বিষে আক্রান্ত হলে প্রথমে মাথা ব্যথা, বমি বমি ভাব এবং ক্রমশ : শরীর অবশ হতে থাকে।এরুপ উপসর্গ দেখা দিলে রোগীকে সাথে সাথে হাসপাতালে স্থানান্তর করতে হবে।অধিক পরিমাণে বিষাক্

পবিত্র শবে শবেবরাত (২০১৭/০৫/১১)

২০১৭/০৫/১১ তারিখ আজ দিবাগত রাত পবিত্র শবে-বরাত।পবিত্র এই রাতে মহানবী (সা.) মেরাজ গমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেন এবং পাচঁ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন হযরত মুহম্মদ (সা.)এর নবুওয়ত লাভের দশম বছর অর্থাৎ ৬২০ খ্রিস্টাব্দে ২৬ রজব দিনগত রাতে তিনি মেরাজ গমনের সুযোগ লাভ করেন। হিজরি ২৬ রজব দিবাগত রাত শবে মেরাজ উদযাপন করেন।ফার্সি ভাষায় শব এর অর্থ হচ্ছে রাত আর আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি বা ঊধর্বারেহন।অর্থাৎ রাতে ঊধর্ব জগতে আরোহন।ইসলামে এই রাতকে বিশেষ ইবাদত-বন্দেগি ও দোয়া কবুলের পবিত্র রাত হিসাবে গন্য করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওত, জিকির-আজকার এবং কবরস্থানে গিয়ে জিয়ারতের মধ্য দিয়ে রাতটি কাটাবেন।অনেকে নফল রোজাও রাখেন।দা-সদকাও করেন। শরীয়তের পরিভাষায়, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে 'হিসরা' এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে  আরশে আজিম সফরকে 'মেরাজ' বলা হয়। ধন্যবাদ সবাইকে।