সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইফতারিতে ভেজাল মেশালে ব্যবস্থা:

ইফতারিতে ভেজাল মেশালে ব্যবস্থা: ইফতারিতে ভেজাল মেশালে ও বাসি খাদ্যপণ্য বিক্রি করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত রোববার বিকেলে পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারি বাজার পরিদর্শন শেষে এ কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।বাজার পরিদর্শন শেষে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন,চকবাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির বাজার।যুগের পর যুগ এই বাজার ইফতারির জন্য বিখ্যাত।ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এই বাজারে ইফতারি কিনতে আসেন।রোজাদার ব্যক্তিদের মানসম্মত ইফতারি পরিবেশন করা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল,২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির,২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন,২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান। সবাইকে ধন্যবাদ। Subscriber: "http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA/subscriber http://suraharecipes.blogspot.com http://surahahealthcare.blogspot.com http://surahabollywoodnews.blogspot.com http:

ভাস্কর্য পুনঃস্থাপন করায় হতাশ হেফাজত।

গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করাকে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।তিনি বলেন,থেমিসের এই প্রতীককে চিরতরে পরিত্যাগ করতে হবে।জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্থাপিত এই ভাস্কর্য দেশের কোথাও স্থান দেওয়া যাবে না।গত রোববার পাঠানো এক বিবৃতিতে শাহ আহমদ শফী এসব কথা বলেন।ভাস্কর্য পুনঃস্থাপনের বিরোধিতা করে হেফাজতে ইসলামের আমির আরও বলেন,'এটা সুপ্রিম কোর্টের সামনে থাকবে নাকি পেছনে থাকবে, এটা কোনো ইস্যু কখনো ছিল না।নামাজের সময় কালো কাপড় মুড়ে দেওয়া হবে কি হবে না;এইটাও ইস্যু ছিল না।ইস্যু ছিল থেমিস থাকবে কি থাকবে না।এইখানে মধ্যপন্থা নেওয়ার কোনো সুযোগ নেই।আহমদ শফী তাঁর হতাশার কথা উল্লেখ করে বলেন,ভাস্কর্যটি অপসারিত হয়েছে জেনে শুকরিয়া জ্ঞাপন করেছিলেন।কিন্তু মাত্র দুদিনের মাথায় যখন দেশবাসী রহমত,বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজানকে স্বাগত জানাতে প্রস্তিতি নিচ্ছিল, তখনই দেশবাসী সঙ্গে আমিও জানতে পারলাম এটা পুনঃস্থাপন করা হয়েছে।এমন সংবাদে সমগ্র দেশবাসী সঙ্গে আমরা বিস্মিত,হতবাক এবং বাকরুদ্ধ।' হেফাজতে ইসলামের আমির মনে করেন,ক

ইফতার খাওয়া নিয়ে দুই পুলিশের মারামারি প্রাণ গেল একজনের।

নওগাঁও মহাদেবপুর উপজেলার মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে ইফতার খাওয়া নিয়ে দুই পুলিশ সদস্যের মারামারিতে একজন নিহত হয়েছেন।নিহত কনস্টেবলের নাম আবু হেলাল(৫৫)।গত ২৯ মে সন্ধ্যা ৭টার দুকে এ ঘটনা ঘটে।হেলালের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে। নওগাঁ পুলিশ সুপার মোজাম্মল হক জানান,দুজনের মধ্যে ইফতার খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কনস্টেবল নাইমুল হেলালকে সজোরে ধাক্কা দেন।এতে পাশের দেয়ালে হেলালের মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।লাশ মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়েছে।গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নাইমুলকে। সবাইকে ধন্যবাদ। Subscribe : "http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA/subscribe e

ইমরানকে 'কুত্তার মতো'পেটানোর হুমকি ছাত্রলীগ নেতার।

ইমরান সরকারকে 'কুত্তার মতো' পেটানোর হুমকি ছাত্রলীগের নেতার: হেফাজতে ইসলামের দাবি মেনে সুপ্রিমকোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতারা। গত রাতে আওয়ামীলীগের ছাত্র সংগঠনটির মিছিল থেকে শাহবাগে ইমরান সরকারকে অবাঞ্ছিতও ঘোষণা করা হয় শাহবাগে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন,এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে ইমরান এইচ সরকার ও সনাতনকে (সংস্কৃতিকর্মী)যেখানেই দেখা হবে,সেখানে কুত্তার মতো পেটানো হবে। খবর বিডি নিউজের। তিন বছর আগে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিএনপির 'বড় নেতাদের নেড়ি কুত্তার মতো' পেটানোর হুমকি দিয়ে সমালোচনায় পড়েছিলেন। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ছাত্রলীগেরই রংপুর মেডিক্যাল কলেজ শাখার আহবায়ক কমিটির সদস্য ছিলেন।পরে তিনি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ে যুক্ত ছিলেন।তিনি শেখ হাসিনা

রমজানে গরুর মাংসের দাম ৪৭৫ টাকা

রমজানে (২০১৭ সাল/হিজরি ১৪৩৮/বাংলা ১৪২৪)গরুর মাংসের দাম ৪৭৫ টাকা: ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে রমজানে রাজধানীতে মাংসের দাম নির্ধারণ করে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ( ডিএসসিসি) পক্ষ থেকে বলা হয়েছে,কেউ অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।দেশি গরুর মাংস প্রতিকেজির দাম ঠিক করা হয়েছে ৪৭৫ টাকা।এ ছাড়া ভারতীয় গরু ৪৪০ টাকা,মহিষের ৪৪০ টাকা,খাসির ৭২৫ টাকা এবং ভেড়া ও ছাগলের মাংস প্রতিকেজি ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।গত মঙ্গলবার মাংস ব্যবসায়ীদের সঙ্গে মেয়র সাঈদ খোকনের মতবিনিময় সভায় এই নির্ধারণ করা হয়। গত বছর রোজায় গরুর মাংস ৪২০, মহিষ ৪০০,খাসি ৫৭০,ভেড়া ও ছাগলের মাংস ৪৭০ টাকা নির্ধারণ করে দিয়েছিল সিটি করপোরেশন।রমজানে জনগণের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবারের দাম নির্ধারণ করা হয়েছে জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন,২৬ রোজা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এই দামে মাংস বিক্রি করতে হবে। তিনি বলেন,সভায় সবার সঙ্গে আলাপ-আলোচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে। সবাইকে দাম মেনে চলার নির্দেশ দিচ্ছি।আমাদের একটি মনিটর টিম সব সময় কাজ করবে।কোনো ব্যত্যয় ঘটলে তারা ব্যবস্থা নেবে। শুধু কাঁচাবাজারের ম

ইউটিউবে গুগলের "ফ্যামিলি শেয়ারিং "সুবিধা।

ইউটিউবে গুগলের "ফ্যামিলি শেয়ারিং সুবিধা: পরিবারের সবাই যেন একসঙ্গে বিনোদনের সুযোগ পায়,এমব উদ্দেশ্য থেকে "ফ্যামিলি শেয়ারিং "নামে ইউটিউবে নতুন একটা সুবিধা এনেছে গুগল।সহজেই পরিবারের সঙ্গে বিনোদন ভাগাভাগি করে নিতে গুগলের এই সুবিধা।পরিবারের সর্বোচ্চ ছয়জন সদস্য একসঙ্গে ইউটিউব,গুগল নোট সেবা ইত্যাদি ভাগ করে নিতে পারবেন।গুগল গত মঞ্জলবার নতন এই সুবিধার কথা ঘোষণা করে। নতুব এই সুবিধার ফলে ইউটিউব থেকে পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি টিভিতে দেখা যাবে।প্রতি মাসে ৩৫ মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যাবে অফুরন্ত ক্লাউড সংরক্ষণের সুবিধা।এর ফলে ইউটিউবে চলা সরাসরি টিভি ভিডিও রের্কড করা যাবে।গুরুত্বপূর্ণ নোট,গুগল ক্যালেন্ডারসহ বিভিন্ন পরিকল্পনা শেয়ার করা যাবে নতুন এই পদ্ধতির আওতায়। ইউটিউবে এই শেয়ার সুবিধাটি এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, বে-এরিয়া, নিউইয়র্ক সিটি এবং শিকাগোতে চালু করা হয়েছে।তবে শিগগিরই তা বিশ্বব্যাপী উন্মুক্ত করা হবে।প্রযুক্তির মাধ্যমে পরিবারকে সংযুক্ত করতে গুগলের এটি আরেকটি ধাপ।এর আগে গত মার্চ মাসে গুগল ১২ বছর বয়সীদের জন্য অ্যান্ড্রয়েড চালিত

আগামীকাল রবিবার (২০১৭ সাল/১৪৩৮ হিজরি) থেকে পবিত্র রমজান।

২০১৭ সাল( ১৪৩৮ হিজরি)২৭ মে রোববার থেকে পবিত্র রমজান শুরু। রোববার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। শক্রবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান। শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। সভা শেষে মন্ত্রী বলেন,আজ দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি।তাই রোববার থেকেই শুরু হচ্ছে সিয়াম সাধনার রোজা। ২২ জুন বৃহস্পিবার দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।ধর্মমন্ত্রী বলেন,সব জেলা প্রশাসন, ইসকামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৮ সালের রমজান মাসের চাঁদ দেখা যায়নি।বৃহস্পতিবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে সৌদি আরবে রোজা পালন করলেন সৌদি আরবের মুসলমানরা। ধন্যবাদ সবাইকে http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCo8A/videos http://surahabolly